N E V E - Dhrubotarar Gaan

ঘুনে খাওয়া গিটার আর ভায়োলিন
ছেঁড়া খাতার কবিতাটাও অর্থহীন
নষ্ট হওয়া আমার রাতের ঘুম
অন্ধকার ঘেরা স্তব্ধ রুম
আমার খবর আর কে রাখে
আপন করে আর কে ডাকে
আমার খবর আর কে রাখে
কে আপন করে আমাকে
যত দূরে থাকো দূরে ঘর বাঁধো
আমি আমার সুরে তোমায় জড়াবো
জানি শূন্য হৃদয়ে আমায় জড়াবে না
মায়ায় মাখা নীল ছবি আঁকা বলো তোমায় ছাড়া কী করে হয়
আরো একবার তোমার হতে দাও
আমি আজও তোমায় আগলে রাখি
জানি না সেটা কোনো স্বপ্ন বা কল্পনা কি
ধূসর কালো আকাশ দেখতে থাকি
তোমায় ভেবে চাঁদের আলো মাখি
তখন কেনো বৃষ্টি নামে
শূন্য চোখে দেখতে থাকি তা
বৃষ্টি শেষে দেখা দেয় এক ফালি চাঁদ
তোমার মতোই চাঁদের স্নিগ্ধতা
যত দূরে থাকো দূরে ঘর বাঁধো
আমি আমার সুরে তোমায় জড়াবো
জানি শূন্য হৃদয়ে আমায় জড়াবে না
মায়ায় মাখা নীল ছবি আঁকা বলো তোমায় ছাড়া কী করে হয়
আরো একবার তোমার হতে দাও
আরো একবার তোমার হতে দাও
আরো একবার তোমার হতে দাও
পথে একা দাঁড়িয়ে আর কিছু করার গতি নেই
চারিপাশে শুধু শূন্যতা
হারিয়ে তোমাকে আর আলো দেখার জ্যোতি নেই
তুমিই তো ছিলে পূর্ণতা


Written by:
Nahian Dhrubo

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

N E V E

View Profile