Hawai Mithaiyer Gan - Shomoy

ঠিক ঠিক করে দল বেধে
সময় চলে নষ্টের পথে
নষ্টের গোড়া আমি নাকি
আমার গোড়া সময়ের হাতে
পটপট করে জ্বলছে বিড়ি
টিম টিম করে জ্বলছে সিড়ি
উঠব নাকি নামব ভেবে
সময় হাতের মুঠোর বালি
কাটছে সময় দর্জির কেচি
চিন্তাগুলোও কাটছে ভেংচি
কাটতে কাটতে শনি রবি সোম
কেটে গেল কত শার্লক হোমস
সময় আমার বন্ধু নাকি
শত্রু আমার এই রহস্য
সমাধানের এই যাত্রা
জীবন মাখা আলকাতরা
সুখ দূঃখের আলগা আলাপ
আত্মগ্লানি কাব্যের পাপ
অকাজের কত কাজী হয়ে
রাতের দিঘিতে সূর্যের ঝাপ
অবান্তর মরুপ্রান্তর থেকে
ধেয়ে আসে শত প্রশ্নের ঝাক
খেয়েদেয়ে বেমালুম ঘুম
প্রশ্নগুলো কালকেরই থাক
সময় আমার বন্ধু নাকি
শত্রু আমার এই রহস্য
সমাধানের এই যাত্রা
জীবন মাখা আলকাতরা

Written by:
Adnan Chowdhury

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Hawai Mithaiyer Gan

View Profile