The Dimension Project - Obhiman

হারিয়ে যাই
কোথায়
সাদা কালো রং মাখা
মেঘেদের ওপার
ছুটে চলি আকাশ থেকে
ঝরে যাওয়া তারার মেলায়

খুঁজে ফিরি
ওই গোধূলির রঙে তোমায়
ভেসে যাইনীল সাগরেরই ভেলায়

কোনো এক অভিমানে ভুলে
নিজেকে হারাই

অজানা কোনো এক শহরে
অচেনা ঠিকানায়

ক্লান্ত দুপুর শেষে
যেনো বেলা ফুরিয়ে আসে
ইট এ র রাস্তায় তখন
পাখিরাও যেন মিলে মিশে
রাতের শেষে যখন
তার ছায়া গুলো আজো ভাবে
ঠিক তখন চলে যাই
আঁধারের এই অবহেলায়

সময়ের অভিধানে লেখা ভুল
ছুরে দিলে আজ কোথায়

অজানা কোনো এক শহরে

Written by:
Rohit Niloy

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

The Dimension Project

View Profile