Hawai Mithaiyer Gan - Chemical (Remastered)

আমার কেমিক্যাল দুঃখ গুলো
উড়িয়ে দিয়েছি কাগজের এরোপ্লেন বানিয়ে
বন্ধুরা সব হারিয়ে গেছে
ফড়িং হয়ে, পাহাড়ে, সমতলে।

আমার কাগজের নৌকো ডুববেনা, কারন
শহরের কোথাও আজ বৃষ্টি নেই
কাঠফাটা রোদে বাসের ভিড়ে
মেজাজটা যাচ্ছে আরও বিগড়ে।

প্রেমিকা তো বোঝোনা রাজনীতির কথা
অভিযোগ গুলো অক্টোপাসের মত জাপটে ধরে
জ্বর এসে গেছে, তিনবেলা খাচ্ছি নাপা

গ্লোবাল ওয়ার্মিং এ ভেসে যাচ্ছে পৃথিবীটা
এখনো যুদ্ধ হচ্ছে তৃতীয় বিশ্বে
দাবানলে পুড়ছে পশুপাখির অভয়ারণ্য
নিশ্বাসে ফুসফুস ভরে উঠছে দূষিত বাতাসে
রাজনীতির জালে আমি আটকে পরা
পোকা মাকড়, বিভ্রান্ত জনৈক আগন্তুক

প্রেমিকা তো বোঝোনা রাজনীতির কথা
অভিযোগ গুলো অক্টোপাসের মত জাপটে ধরে
জ্বর এসে গেছে, তিনবেলা খাচ্ছি নাপা

অনেক সফল হয়েও
অস্তিত্বের সংকটে ভুগছি আমরা প্রতিদিন
বলতে পারছিনা সহজ কিছু কথা
আর্থ-সামাজিক জটিল ধাঁধায়
পথ হারিয়ে নতুন পথে সুখের খোজে
বিষ্ময় নিয়ে জীবন কাটছে

প্রেমিকা তো বোঝোনা রাজনীতির কথা
অভিযোগ গুলো অক্টোপাসের মত জাপটে ধরে
জ্বর এসে গেছে, তিনবেলা খাচ্ছি নাপা

Written by:
Tasin Noor

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Hawai Mithaiyer Gan

View Profile