Hawai Mithaiyer Gan - Vul

ভুলে ভরা জীবন আমার
পেয়েছি অনেক বেদনা
চাই না আজ কোন কিছু আর
হয়েছি আমি যে ফেরার
রাত কাটছে দিন যাচ্ছে
ভুলে ভরা জীবন আমার
পেয়েছি অনেক বেদনা
চাই না আজ কোন কিছু আর
হয়েছি আমি যে ফেরার
রাত কাটছে দিন যাচ্ছে
আমার ভাঙ্গা স্বপ্ন গুলো
আমাকে কেটে কেটে
ভেজে ফ্রাই করছে
যতই পেছনে তাকাই
আমি কোন কিনারা নাহি পাই
শুধু দেখি নদীর ওপারে
চরম সুখ আমার বিশ্বাস
তা কিছু হতে পারিনি আমি
হয়েছি আজ আমি তাই
বয়স বাড়ছে গুলির গতিতে
ভুল হচ্ছে অবাধ দ্রুতিতে
ভুলেছি অনেক পুরোনো যিশু
শিখছি অনেক নতুন কিছু
তবু এই গান আমাকে
জোরে আঁকড়ে ধরে রাখে আর
সুরগুলো শেখায় বাঁচতে
যতই পেছনে তাকাই
আমি কোন কিনারা নাহি পাই
শুধু দেখি নদীর ওপারে
চরম সুখ আমার বিশ্বাস
তা কিছু হতে পারিনি আমি
হয়েছি আজ আমি তাই

Written by:
Tasin Noor

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Hawai Mithaiyer Gan

View Profile