Sachin Dev Burman, - Dakle Kokil Roj Bihane

আআআআআআআ...........

ডাকলে কোকিল রোজ বিহানে..
মাঠের বাটে যাই....
ওরে মাঠের বাটে যাই...
আকাশ তখন ঊষার শিখায়..
সিঁদুর মাখায় ভাই...
ওরে সিঁদুর মাখায় ভাই...
ওরে মাঠের বাটে যাই...
ডাকলে কোকিল রোজ বিহানে..
মাঠের বাটে যাই....
ওরে মাঠের বাটে যাই...

শ্যামলা মেয়ে চুল এলিয়ে..
শ্যামলা মেয়ে চুল এলিয়ে..
কানে ফুলের দুল দুলিয়ে..
তালপুকুরে শালুক ফুলে..
তালপুকুরে শালুক ফুলে..
তাকিয়ে দেখি তাই..
ওরে তাকিয়ে দেখি তাই...
ওরে মাঠের বাটে যাই...
ডাকলে কোকিল রোজ বিহানে..
মাঠের বাটে যাই....
ওরে মাঠের বাটে যাই...

রূপ যেন তার চোখ ধাঁধানো..
রূপ যেন তার চোখ ধাঁধানো..
রোদ মাখানো চুড়ি...
আওলি হয়ে দাঁড়িয়ে থাকি...
আওলি হয়ে দাঁড়িয়ে থাকি...
ধরে বটের ঝুড়ি..
ওরে ধরে বটের ঝুড়ি..
আমার রাঙা ডালির ঝুড়ি....

যায় চলে সে ভিন গেরামে...
যায় চলে সে ভিন গেরামে...
আমার চোখে বাদল নামে..
মুখ ফুটে হায় বলতে নারি...
মুখ ফুটে হায় বলতে নারি...
তার কাছে কি চাই..
ওরে তার কাছে কি চাই..
ওরে মাঠের বাটে যাই...
ডাকলে কোকিল রোজ বিহানে..
মাঠের বাটে যাই....
ওরে মাঠের বাটে যাই...

Written by:
Hemendra Kumar Roy

Publisher:
Lyrics © Phonographic Digital Limited (PDL), Raleigh Music Publishing LLC

Lyrics powered by Lyric Find

Sachin Dev Burman,

View Profile