Max Mazed - Baba Tumi Kothay (Lo-Fi)

ছোট্ট মেয়ে, তাকিয়ে থাকে, দরজার ওপারে কার অপেক্ষায়
ক্লান্ত চোখে, ঘুমিয়ে পরে, ঘুম ভেঙে দেখে একই শূন্যতা
কল্পনাতে, খেলনা হাতে, দাড়িয়ে আছে, ছায়া হয়ে,
দৌড়ে গিয়ে, ঝাঁপিয়ে পরে ডাকছে সে
খেলছে সে ডাকছে মাকে, বলছি তোমায়, কোথায় বাবা,
হঠাৎ কেন হারিয়ে গেল, শুনছো কি তুমি মা
আবার কবে হাতটি ধরে যাব আমি সপ্নকুড়িতে
হঠাৎ তুমি নিরব কেন, শুনছো কি তুমি মা
বেলা শেষে ছোট্ট ছেলে যাচ্ছে চালিয়ে সাইকেল
জীবন যেন মুখরিত তার চলন্ত চাকার ঘূর্ণনে
হঠাৎ কেন দাড়িয়ে গেল কোলাহল আর কলরবে,
বন্ধ ঘরের দরজা খুলে ডাকছে সে
দৌড়ে গিয়ে ডাকছে মাকে, বলছি তোমায়, কোথায় বাবা,
হঠাৎ কেন হারিয়ে গেল, শুনছো কি তুমি মা
আবার কবে হাতটি ধরে যাব আমি সপ্নকুড়িতে
হঠাৎ তুমি নিরব কেন, শুনছো কি তুমি মা

Written by:
Max Mazed

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Max Mazed

View Profile