Chandan Pratap - Bhul

আমাদের কিছু ভুল জীবনে অনেক পরিবর্তন এনে দেয়, কিছু সময় আমরা নিজেদের ভুল গুলোকে ঠিক ভেবে এগোতে থাকি, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক পথ দেখানোর তেমন কাউকে পাওয়া যায়না | আর যদিও পাওয়া যায় তবে আমরা সেই ভুল জায়গায় এমন ভাবে স্থির থাকি, যে সেই কথার তেমন কোনো মূল্য দিইনা, কিন্তূ একটা সময় আসে, যখন বাধ্য করে সেই ভুল পথে চলার খারাপ পরিস্থিতি বুঝিয়ে দিতে | হয়তো হারিয়ে ফেলতে হয়, অনেকটা সময়
অনেক ভালোলাগার ভালোবাসার, সম্পর্ক আরো অনেক কিছু
যা হয়তো কোনো কিছুর বিনিময়েই, আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় |

তাই আমাদের প্রত্যেকএরই জীবনের প্রতিটি পদক্ষেপে খুব বুঝে চলা উচিৎ.. যাতে কোনো একটা সময় আফসোস বা অনুতাপের আগুনে জ্বলতে না হয় |

Some of our mistakes make a lot of changes in our lives, sometimes we just think of our mistakes and move on, then in most cases there is no one to guide us to the right path. And even if it is found, we stay in the wrong place in such a way that we don't pay much attention to that word, but there comes a time when we are forced to explain the bad situation of going the wrong way. Maybe to lose, a lot of time
Lots of love, love, relationships and much more
Which, of course, made the video an overnight sensation

So we should be very understanding in every step of every life
so that at some point we do not have to burn in the fire of regret or remorse

Written by:
Chandan Pratap

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Chandan Pratap

View Profile