Md Ehsanul Haque Faisal - TMI AMAR MONER MANUS

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে ত্রিষনা আরো বারে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায়রে আমি অভাগিনী পিপাসায় কাতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তোমার এতো ভালোবাসা আমি

বলো কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ারর পথ বন্ধ
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ারর পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে করি গো আদর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিও পর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিও পর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিও পর

Written by:
Salman Shan

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Md Ehsanul Haque Faisal

View Profile