Sanjib Roy - O Janiya Be

সামনে তোকে দেখি
হৃদয়ের মাঝে রাখি
না বলা কথা গুলি
কিভাবে তোকে বলি
বুঝেও কেন তুমি
বোঝোনা আমায় তুমি

হো ও জানিয়া
জানিয়া বে|

বাঁধ ভাঙ্গা মনের কথা
তোমায় বলতে চাই
হুম ভালোবাসি এই কথা
তোমায় বলতে চাই

হো ও জানিয়া
জানিয়া বে|

পারছেনা কথার বোঝা
মন সইতে|
হুম চাইছেন তোকে ছাড়া
মন বাঁচতে

Written by:
Sanjib Roy

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Sanjib Roy

View Profile