Evenfall - Ahoto Shomoy

আজ এখানে আহত সময়
নিহত স্বপ্নের ধূলিসাৎ ধুলো
নিঃ শেষ পাথর স্মৃতি
বিলীন হয় অসময়ে

অশান্ত অস্থির পৃথিবী
মলিন আজ শান্ত শুন্য
চেনা পথ অচেনা মনে হয়
আশ্চর্য নির্জনতায়

হয়তো কোনো একদিন
নিশ্চয়ই কোন একদিন
শ্রেষ্ঠ কোন দিনে ফুরোবে পৃথিবীর ঋণ
আসুক ফিরে আবার
চেনা পৃথিবীর কলরব

এখানে মৃত্যু আজ,এখানেই বিস্ময়
কঠিন অবশাদে ক্লান্ত, পরাজিত
আকাশ ছোঁয়া ঘর আজ অনেক শুন্য
অদৃশ্য কোনো প্রহরীর ভয়ে

হয়তো কোনো একদিন নিশ্চয়ই কোন একদিন
শ্রেষ্ঠ কোন দিনে ফুরোবে পৃথিবীর ঋণ
আসুক ফিরে আবার
চেনা পৃথিবীর কলরব

আবার শুনতে চাই গান, মাঠ জুড়ে রাত জুড়ে উৎসবে
আবার দেখতে চাই পৃথিবী দলবেঁধে একসাথে সব মিলে
আমাদের এই দিন হারিয়েছে, আমাদের রূঢ়তায়, সভ্যতার সংকটে
আমাদের রূঢ়তা বদলে যাক, লুপ্তপ্রায় প্রকৃতি ফিরে আসুক সবুজে

নীলাকাশ আরো নীল হোক, ধূসর ধোঁয়া যাক মুছে
মৃত মাঠ ফিরে পাক জীবন, সূর্যের ছোঁয়াতে
আমাদের এই দিন হারিয়েছে, আমাদের রূঢ়তায়, সভ্যতার সংকটে
আমাদের রূঢ়তা বদলে যাক, লুপ্তপ্রায় প্রকৃতি ফিরে আসুক সবুজে

আবার শুনতে চাই গান, মাঠ জুড়ে রাত জুড়ে উৎসবে
আবার দেখতে চাই পৃথিবী দলবেঁধে একসাথে সব মিলে
আমাদের এই দিন হারিয়েছে, আমাদের রূঢ়তায়, সভ্যতার সংকটে
আমাদের রূঢ়তা বদলে যাক, লুপ্তপ্রায় প্রকৃতি ফিরে আসুক সবুজে

Written by:
Nazmus Sakib

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Evenfall

Evenfall

View Profile